Pages

Sunday, May 13, 2012

Cloud Storage দরকার! তাড়াতাড়ি নিজের ফ্রি 25GB দখল করে নিন...


আমরা প্রায় সবাই Cloud Storage সম্পর্কে জানি।
Cloud Storage হচ্ছে এমন একটি ব্যাবস্থা যার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল নিরাপদে ইন্টরনেটে সংক্ষণ করতে পারেন।
Cloud Storage এর জন্য DropBox খুবই জনপ্রিয় হলেও ‍এর মাধ্যমে আপনি মাত্র 2 GB স্পেচ পাবেন ফ্রি ভাবে (অবশ্য টাকার বিনিময় Storage বাড়াতে পারবেন)।
কিন্তু আমি আপনাদের এমন একটি Cloud Storage এর কথা বলবো যার মাধ্যমে আপনি বিনামূল্যে 25GB স্পেচ পাবেন। অনেকেই হয়তো এর খবরটা জানেন তারপর ও বলছি যারা জানেন না তাদের জন্য- এই Cloud Storage-টা হল "Sky Drive"
এটি ব্যবহারের জন্য আপনার একটি Hotmail বা Live লাগবে এর জন্য এখান থেকে একটি আইডিখুলে নিন
তারপর পাসওয়াড দিযে লগ-ইন করুন
এরপর একবারে উপরের ড্রপডাউন মেনু থেকে SkyDrive -এ ক্লিক করুন

 পেয়েযাবেন আপনার ‍ফ্রি 25GB ক্লাউড স্টোরেজ।


25GB এর অফারটি সাময়িক সাধারণ ভাবে 7GB ফ্রি পাবেন।
তবে প্রোমোশোনাল অফ‍ার চলছে তাই আপনার 7GB কে ফ্রি ভাবে আপগ্রেড করে 25GB করে নিতে পারবেন,
এর জন্য Manage storage -এ গিয়ে ফ্রি ভাবে আপগ্রেড করে নিন।
আপনি আপনার সকল প্রকার প্রয়োজনীয় ফাইল এখানে ষংরক্ষণ করতে পারবেন

ধন্যবাদ




2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Nice Post .Thanks.
    http://pluslikenet.tk/ref-115.html

    ReplyDelete