Pages

Monday, May 14, 2012

(mobile ভার্সন)BBL VISA card মাধ্যমে mobile recharge & shopping

BBL VISA card মাধ্যমে mobile recharge & shopping

Brac Bank -এ account আছে (campus,ezee যাই হোক) তারা সাধারণত Brac Bank থেকে VISA card (ডেবিট) পেয়ে থাকেন। একাউন্ট খুললেই সাথে সাথে কার্ড পাবেন তবে ব্যবহার করতে পারবেন 3 Banking days পর থেকে (Activated হলে)
VISA card বহৃবিধ ব্যবহার আছে। দু-একটি আমি আজ আপনাদের বলবো-


VISA card এর মাধ্যমে আপনি আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন।
Teletalk রিচার্জ এর ক্ষেত্রে কোন এক্সট্রা চার্জ লাগবে না। আপনি 50-1000 ৳ রিচার্জ করতে পারবেন। অন্য গুলোর ক্ষেত্রে 4% থেকে 6% পর্যন্ত চার্জ প্রযোজ্য হবে।


Teletalk রিচার্জ করতে ‌এই লিংকে ভিজিট করুন


আপনার মোবাইল নম্বর, টাকার পরিমান ও Payment method সিলেক্ট করুন


এরপর টাইপ Capture type করে Confirm and Place Order-এ ক্লিক করুন


কিছুক্ষণ অপেক্ষা করুন


Pay now বাটন এ ক্লিক করুন

তারপর কার্ডনম্বর, কার্ডের পিছনের তিন অক্ষরের গোপন নম্বর, Expiry Date এবং Card Holder's name টাইপ করে Pay now বাটন এ ক্লিক করুন

এরপর কনফারমেশন বাটনে ক্লিক করুন
এবং
কিছুক্ষন অপেক্ষা করুন

যদি সবকিছু ঠিক ভাবে হয় তবে সম্বলিত একটি পেজ দেথতে পাবেন এবং সাথে সাথে আপনার মোবাইল এ একটি মেসেজ আসবে মানে আপনার মোবাইল সফলভাবে রিচার্জ করা হয়েছে।
বিঃদ্রঃ payment করার সময় কথনোই back button প্রেস করবেন না এতে আপনার  payment cancel হয়ে যাবে।

Teletalk ব্যতীত অন্য অপারেটর এর রিচার্জ এর ক্ষেত্রে এই লিংক (গ্রামীন ব্যতীত)অথবা এই লিংক(সব গুলো) ব্যবহার করুন

Shopping এর জন্য এই লিংঙ্কগুলো ব্যবহার করতে পারেন 

ধন্যবাদ

Sunday, May 13, 2012

Cloud Storage দরকার! তাড়াতাড়ি নিজের ফ্রি 25GB দখল করে নিন...


আমরা প্রায় সবাই Cloud Storage সম্পর্কে জানি।
Cloud Storage হচ্ছে এমন একটি ব্যাবস্থা যার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল নিরাপদে ইন্টরনেটে সংক্ষণ করতে পারেন।
Cloud Storage এর জন্য DropBox খুবই জনপ্রিয় হলেও ‍এর মাধ্যমে আপনি মাত্র 2 GB স্পেচ পাবেন ফ্রি ভাবে (অবশ্য টাকার বিনিময় Storage বাড়াতে পারবেন)।
কিন্তু আমি আপনাদের এমন একটি Cloud Storage এর কথা বলবো যার মাধ্যমে আপনি বিনামূল্যে 25GB স্পেচ পাবেন। অনেকেই হয়তো এর খবরটা জানেন তারপর ও বলছি যারা জানেন না তাদের জন্য- এই Cloud Storage-টা হল "Sky Drive"
এটি ব্যবহারের জন্য আপনার একটি Hotmail বা Live লাগবে এর জন্য এখান থেকে একটি আইডিখুলে নিন
তারপর পাসওয়াড দিযে লগ-ইন করুন
এরপর একবারে উপরের ড্রপডাউন মেনু থেকে SkyDrive -এ ক্লিক করুন

 পেয়েযাবেন আপনার ‍ফ্রি 25GB ক্লাউড স্টোরেজ।


25GB এর অফারটি সাময়িক সাধারণ ভাবে 7GB ফ্রি পাবেন।
তবে প্রোমোশোনাল অফ‍ার চলছে তাই আপনার 7GB কে ফ্রি ভাবে আপগ্রেড করে 25GB করে নিতে পারবেন,
এর জন্য Manage storage -এ গিয়ে ফ্রি ভাবে আপগ্রেড করে নিন।
আপনি আপনার সকল প্রকার প্রয়োজনীয় ফাইল এখানে ষংরক্ষণ করতে পারবেন

ধন্যবাদ