Pages

Sunday, May 13, 2012

দরকারী সব ফোল্ডার লুকিয়ে রাখুন ছোট একটি সফটওয়ার দিয়ে



আমাদের অনেক প্রয়োজনীয় ফোল্ডার বা ফাইল থাকে যাকে আমরা একটু বেশী নিরাপদে রাখতে চাই, যেন কেউ সেগুলো দেখতে বা ব্যবহার করতে না পারে।
এর জন্য ছোট একটা স‌ফটওয়ার প্রয়োজন হবে মাত্র 739 Kbআমার ব্যহহৃত সব গুলো সফটওয়ার এর মধ্যে এই সফটওয়ার আমার খুবই প্রিয় এবং কার্যকরী।
এটি ফ্রিওয়ার তাই লাইসেন্স এ ঝামেলা নেই। প্রথমে এই লিংক থেকে নমিয়ে নিন অথবা এইটা ‍অথবা এইটা

প্রথমে সফটওয়ারটি ইনিস্টল করুন






তার পর Lunch করুন
 নতুন Password set করে সেই Password দিয়ে Login করুন

যেসব ফোল্ডার Secure করতে চান সেগুলো Add করুন



Secure Mode select করুন Lock,Hide, Encrypt

ব্যাস হয়ে গেল। এখন আর Secure করা ফোল্ডার গুলো খুজে পাওয়া যাবে না। শুধুমাত্র Password ‍দিয়ে Login করে Unsecure করলেই ফ্লোডার গুলো পাওয়া যাবে।
আর একটা কথা windows setup দিলেও ফ্লোডার গুলো পাওয়া যাবে না। এর জন্য পুনরায় ইনিস্টল করে ফ্লোডার গুলোকে  recover করতে হবে। recover অপশনটি Tools menu-তে আছে।
পোস্টটি ভাল লাগলে বা উপকৃত হলে পাশের Google ad গুলোতে একটু visit করবেন
আশাকরি এতে আপনার্ কোন ক্ষতি হবে না শুধুমাত্র কয়েক Kb নেট খরচ হবে।

কোন প্রকার সমস্যা দেখাদিলে যোগাযোগ করেত পারেন 01558-445514
ধন্যবাদ




No comments:

Post a Comment